নিজ দল ও জোটের কয়েকজন নেতাকে চোখে চোখে রাখছে বিএনপি। দলের উচ্চপর্যায়ের কাছে তথ্য আছে, বিএনপির মূল নেতৃত্বের বাইরে একটি বিকল্প জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি সৃষ্টির চেষ্টা চলছে। এর সঙ্গে বিএনপি ও ২০-দলীয় জোটের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা যুক্ত আছেন। দূর থেকে সরকার এবং সরকারসংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর সমর্থনও থাকতে পারে এর পেছনে।
দলীয় সূত্র বলছে, বিএনপি যাঁদেরকে সন্দেহ করছে, তাঁদের মধ্যে অন্যতম দলের দুই ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ ও শওকত মাহমুদ এবং ২০–দলীয় জোটের শীর্ষ নেতা কল্যাণ পার্টির নেতা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও এলডিপির নেতা অলি আহমদ।
বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির বিকল্প একটি জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হয়। এ লক্ষ্যে ২০১৯ সালের এপ্রিল ও মে মাসে দেশে–বিদেশে একাধিক বৈঠক হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.