কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রার্থী তালিকা ঘিরে কর্মী বিক্ষোভ, অস্বস্তি বিজেপির

ডয়েচ ভেল (জার্মানী) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১৮:১৫

২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির অভূতপূর্ব উত্থান হয় বাংলায়৷ সেই ভোটে বিধানসভা ভিত্তিক পরিসংখ্যানে ১২১ কেন্দ্রে এগিয়েছিল তারা, যা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের ম্যাজিক ফিগার ১৪৮-এর কাছাকাছি৷ দুই বছর পর বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায় তখন সাংগঠনিকভাবে বেশ অগোছালো লাগছে মোদী-শাহের দলকে৷ তৃণমূল ২৯১টি আসনে একইসঙ্গে প্রার্থীদের নাম ঘোষণার পর বিজেপি হোঁচট খাচ্ছে৷ তারা একাধিক দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে৷ তারপরই শুরু হয়েছে তুমুল বিক্ষোভ৷

WB election 2021 : বাংলায় অবাধ ভোটের ডাক দিয়ে পুলিশ-প্রশাসনকে সংবিধান মনে করালেন মোদী
নীলবাড়ির লড়াইকে অবাধ করার ডাক দেওয়ার পাশাপাশি বাংলার পুলিশ-প্রশাসনকে গণতন্ত্র বাঁচানোর প্রতিজ্ঞা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বললেন, অরজাকতার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচন অবাধে হয়নি বলে বিরোধীরা অভিযোগ করে আসছে দীর্ঘদিন ধরেই। বিধানসভা নির্বাচনের প্রচারেও সেই দাবিকে অস্ত্র বানিয়েছে বিজেপি।

দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ মোদী
বাংলায় একুশে নির্বাচনের এক সপ্তাহ বাকি। তার আগে খড়গপুরের মাটিতে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। সেই সঙ্গে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দরাজ প্রশংসা করলেন মোদী। মোদী বলেন, 'বাংলায় এবার BJP সরকার। কেননা দিলীপ ঘোষের মতো রাজ্য সভাপতি রয়েছেন। দিদির ধমকানিকে ভয় পাননি দিলীপ। খুনের চক্রান্ত হয়েছে। কিন্তু, দিলীপ থেমে থাকেননি। দিনরাত এক করে কাজ করছেন দিলীপ।’

শন্তিকুঞ্জে এবার কেন্দ্রীয় মন্ত্রী, রবিবারেই পদ্মমঞ্চে শিশির?
শুভেন্দুর ঘোষণার পর পদ্ম শিবিরে শিশির অধিকারীর (Sisir Adhikari) যোগদান কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরই মধ্যে জল্পনা কয়েকগুন বাড়িয়ে তুলল শনিবার শান্তিকুঞ্চে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি। তবে কি রবিবারই গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন প্রবীণ এই তৃণমূল নেতা?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও