![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F86bc3626-64cc-4840-8985-6e1b038372bb%252Froad_accident_02.png%3Frect%3D0%252C148%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বগুড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৪
বগুড়ার শেরপুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক, সুপারভাইজারসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রওশন হাবিব (৪৫), মাসুদ (৩৫) ও বাবুল (৫০)। নিহত অন্যজনের নাম জানা যায়নি। নিহত রওশন ওই বাসের চালক ও বাবুল বাসটির সুপারভাইজার ছিলেন।