![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F239bc538-a68e-4b1b-bb9c-d8f107c28b15%252Fdeath.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
তাড়াইলে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মোস্তফা কামাল (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর করাতি গ্রামে রাস্তার পাশের গর্ত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মোস্তফা উপজেলার সাচাইল ইউনিয়নের দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।