![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F873f18a1-0a44-4362-970e-4ab961311524%252FSunamganj_Jubo_league.jpg%3Frect%3D0%252C0%252C2000%252C1050%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শাল্লার ঘটনায় গ্রেপ্তার শহিদুল যুবলীগের কেউ নন, দাবি সংগঠনের
সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন (৫০) যুবলীগের কেউ নন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শহীদুলকে গতকাল শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।