You have reached your daily news limit

Please log in to continue


৮শ বছর পর আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণ-পশ্চিমে ফাগরাডালসফল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। অগ্ন্যুৎপাতের কারণে রিকজানেস উপদ্বীপের এই আগ্নেয়গিরিতে ৫শ থেকে ৭শ মিটার দীর্ঘ ফাটল তৈরি হয়েছে। প্রায় ৮শ বছর পর আবার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটলো। আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ৮:৪৫ মিনিটের দিকে ফাগরাডালসফলে অগ্ন্যুৎপাত শুরু হয়। পরবর্তীকালে ওয়েবক্যাম ও স্যাটেলাইটের ছবির মাধ্যমে অগ্ন্যুৎপাত নিশ্চিত হওয়া গেছে। রিকজাভিক থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে অগ্ন্যুৎপাতের এলাকায় কোস্টগার্ডের হেলিকপ্টার পাঠানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন