মিষ্টির লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক, যুবক শ্রীঘরে
বাগেরহাটের মোংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে নয়ন মন্ডলকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে নয়ন মন্ডলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
নয়নকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ গ্রামের দিনমজুরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে গত ১৪ ফেব্রুয়ারি সকালে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যুবক
- শারীরিক সম্পর্ক
- প্রলোভন
- শ্রীঘর