![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flabiba-1-20210320155137.jpg)
সিনেমার শুটিং করতে হায়দরাবাদে লুবাবা, মিস করছেন দাদাকে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১৫:৫১
বরেণ্য অভিনেতা আবদুল কাদের। ‘কোথাও কেউ নেই’ নাটকে বদি চরিত্রে অভিনয় করে কালজয়ী হয়ে আছেন। চলে গেছেন তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে, কিছুদিন আগেই। তার নাতনি সিমরিন লুবাবা। যাকে তিনি তৈরি করেছেন নিজের মনের মতো করে।
নাতনিকে তিনি অভিনয়ের আঙ্গিনাতে দেখতে চেয়েছেন নিজের মতোই। তার প্রমাণ মাত্র ৯ বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে লুবাবার জনপ্রিয়তা। নানা রকম বিজ্ঞাপনে নিয়মিতই দেখা যায় লুবাবাকে। কাজ করছেন চলচ্চিত্রেও। ‘বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলে’ তৃতীয় শ্রেণির ছাত্রী লুবাবা।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- অভিনেত্রী
- শুটিং
- সিমরিন লুবাবা