![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F2-fream-20210320152931.jpg)
চালক-হেলপারের ছদ্মবেশে গাঁজা ব্যবসা
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে চালক-হেলপারের ছদ্মবেশে ব্যবসা করা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ৭১ কেজি গাঁজা, একটি মিনি ট্রাক ও ১১৫টি প্লাস্টিকের ক্রেট জব্দ করা হয়।
আটকরা হলেন, ভোলার বোরহানউদ্দিন থানার কুতুবা এলাকার মো. নূরে আলম (৪০) ও মো. আলাউদ্দিন (৫০)। শনিবার (২০ মার্চ) দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার বলেন, গ্রেফতারকৃত দুই আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী।