তামিমকে বশে আনার গল্প শোনালেন বোল্ট
ট্রেন্ট বোল্টের মুখে হাসি লেগেই ছিল। বল সুইং করছে, মুভ করছে, একজন পেসারের আর কী চাওয়ার আছে! উইকেটের এটুকু সহায়তা পেলে যেকোনো পেসারের মুখেই হাসি ফোটার কথা। বোল্টের এমন হাসিমুখের মোড়কে যে ভয়ংকর এক ফাঁদ পাতা ছিল, তামিম কি তা টের পাননি!
ফাঁদটা আর কিছুই নয়, ব্যাটসম্যানকে ভুল করানোর। বাংলাদেশের ইনিংসের প্রথম বল থেকে তামিমকে আউটসুইংয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি এ পেসার। তামিমের অফস্টাম্পের পাশ দিয়ে বল বের করেছেন। বাংলাদেশ অধিনায়কে এতে অভ্যস্ত হয়েই ভুলটা করেন। হুট করে ভেতরে ঢোকা বলে এলবিডব্লু! পেসারদের চিরায়ত কৌশল। হাসিমুখেই সেই কৌশলের কথা ম্যাচের পর জানালেন বোল্ট।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে
১ বছর আগে