উজানবাঁশি : দ্বন্দ্বময় একটি জনপদের লোকজ আখ্যান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১২:৫৭

‘মিথ’ নিয়ে মার্কিন লেখক জোসেফ জন ক্যাম্বেলের একটি সুন্দর উক্তি আছে। তিনি বলেছেন, ‘Myths are public dreams, dreams are private myths.’ অর্থাৎ মিথ হচ্ছে জনগোষ্ঠীর সামষ্টিক কল্পনা, কল্পনা হচ্ছে ব্যক্তিগত মিথ।

আর চর্যার কবি সরহপা ধর্মসাধনার কিছু আনুষ্ঠানিকতার বিষয়ে নানা মিথকে প্রশ্নবিদ্ধ করেছেন,
‘নগ্ন থাকলেই যদি মুক্তি পাওয়া যায়,
তাহলে শেয়াল কুকুররাই বা তা পাবে না কেন?
লোম উৎপাটনেই যদি মোক্ষ হয়,
তাহলে যুবতীর নগ্ন নিতম্বই বা বাদ যাবে কেন?’ (অনুবাদ: অলকা চট্টোপাধ্যায়)

চল্লিশ বছর বাঘের পেটে থাকা এবং তারপর এই গ্রহে নেমে আসা আবু তোয়াব একজন নগ্ন মানব। নীলাক্ষি তীরের জনপদে তার আবির্ভাবের সূত্র ধরে বিধৃত কাহিনিতে আমরা এমন অনেক কিছু ‘উজানবাঁশি’ উপন্যাসে পাই; যা আগে আর দেখা যায়নি কোথাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে