বহতা ভৈরব নদ প্রাপ্তিতে করণীয়
বাংলাদেশ নদীর দেশ। দেশের ভূগোলের মধ্যে নদীর অবদান সীমিত নয়। দেশের মানুষের মননে, মানসিকতায়, সাংস্কৃতিক ভাবনায়, আবেগ সৃষ্টিতে নদীর প্রভাব বিদ্যমান। নদীর জন্যই শস্য-শ্যামলা সোনার বাংলা। তাই বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশ্বে স্থান করে নিতে নদীর প্রাণকে উজ্জীবিত রাখা সময়ের দাবি। নদী মানুষের জীবনযাত্রায়, যোগাযোগে, অর্থনীতিতে, কৃষিতে, প্রকৃতি রক্ষায়, জীববৈচিত্র্য রক্ষায়, আমিষ সরবরাহে ব্যাপক প্রভাব রেখে চলেছে। পারিপার্শ্বিক কারণে অনেক নদী আজ হারিয়ে গেছে। দেশব্যাপী নদী রক্ষার আন্দোলন-সংগ্রাম হচ্ছে। প্রকৃতির বিরূপ প্রভাব মানুষকে সংঘবদ্ধ হতে সাহস জোগাচ্ছে। সরকার নদী রক্ষায় কার্যক্রম গ্রহণ করে তা বাস্তবায়নে ব্রতী হচ্ছে। নদী সংস্কার হচ্ছে কিন্তু তাতে নদী তার স্বরূপ ফিরে পাচ্ছে না। সাধারণ মানুষ জানে হারিয়ে যাওয়া প্রমত্ত রূপ দেখা সম্ভব নয়, তবে বহতা রূপে নদীকে দেখা কোনো কঠিন কাজ নয়।