![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F9d2115aa-4e3e-4054-a899-90c3a2bdb1f2%252FThakurgaon_DH0597_20210320_Thakurgaon_Murti_0.jpg%3Frect%3D0%252C55%252C586%252C308%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পুকুরের মাটি খুঁড়ে পাওয়া গেল বিষ্ণুমূর্তি
ঠাকুরগাঁও সদর উপজেলায় ভেকু মেশিন দিয়ে পুকুরের মাটি কাটছিলেন এক চালক। সে সময় মাটির ভেতর থেকে বেরিয়ে আসে একটি মূর্তির কিছু অংশ। সেটি দেখে শিশুর দল টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে তারা আশপাশের লোকজনকে জানালে তারাও তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে নিশ্চিত হয়, এটি বিষ্ণুমূর্তি।