![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F329c2707-aee6-460f-a53e-d5f35ee720db%252Fsafe_water.jpg%3Frect%3D0%252C35%252C660%252C347%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কক্সবাজারে নিরাপদ পানির জন্য পেপসিকো ও ব্র্যাকের নতুন প্রকল্প
কক্সবাজারে নিরাপদ পানির সরবরাহ বাড়াতে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে দ্য পেপসিকো ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা ব্র্যাক। প্রকল্পের আওতায় স্বল্প দামে পানি সরবরাহের জন্য স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় স্থাপন করা হবে পানি শোধনাগার।
পেপসিকোর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পেপসিকো বলছে, স্বল্প দামে নিরাপদ পানি সরবরাহের পাশাপাশি এ প্রকল্পের অধীনে করোনাকালে নিরাপদ পানি ব্যবহার ও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কেও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করবে ব্র্যাক।