কক্সবাজারে নিরাপদ পানির জন্য পেপসিকো ও ব্র্যাকের নতুন প্রকল্প
কক্সবাজারে নিরাপদ পানির সরবরাহ বাড়াতে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে দ্য পেপসিকো ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা ব্র্যাক। প্রকল্পের আওতায় স্বল্প দামে পানি সরবরাহের জন্য স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় স্থাপন করা হবে পানি শোধনাগার।
পেপসিকোর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। পেপসিকো বলছে, স্বল্প দামে নিরাপদ পানি সরবরাহের পাশাপাশি এ প্রকল্পের অধীনে করোনাকালে নিরাপদ পানি ব্যবহার ও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কেও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করবে ব্র্যাক।