You have reached your daily news limit

Please log in to continue


দ্বিতীয় দিনেই জমল মেলা, সবাই এলেন মাস্ক পরে

শুক্রবার, ছুটির দিন! বইমেলার ফটক খুলেছিল আগেভাগেই, বেলা ১১টায়। দুপুরের পর মেলা প্রাঙ্গণে দল বেঁধে লোকজন আসতে শুরু করেন। তুমুল আড্ডায় টিএসসির মোড় সরগরম। মেলার ভেতরে অজস্র লোকের পদচারণ। দ্বিতীয় দিনেই জমে উঠেছে অসময়ে আয়োজিত এবারের বইমেলা। তবে ভিড় থাকলেও লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে মেলায় ঢুকতে দেখা গেছে।রাজধানীর মিরপুর থেকে স্ত্রী তানিয়া হাসান ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে মহসিনা হাসানকে নিয়ে মেলায় এসেছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শামসুল হাসান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন