স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর তীব্র সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘হিন্দু–মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে, এমন একজন মানুষকে কোন কারণে আমরা ডাকছি?’
রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী এই মন্তব্য করেন। ১৯৭১ সালের এদিনে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, নতুন নেতৃত্বকে বরণ করাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কল্যাণ পার্টি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.