টেসলা গাড়ি নিষিদ্ধ করল চীনা সামরিক বাহিনী

জাগো নিউজ ২৪ চীন প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ২০:২৭

চীনের সামরিক ভবনে টেসলা গাড়ির প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সামরিক বাহিনী। এসব গাড়িতে যেসব ক্যামেরা যুক্ত রয়েছে তা নিয়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্সের। সামরিক আদেশে বলা হয়েছে, টেসলা গাড়ির মালিকেরা যেন তাদের গাড়িগুলো সামরিক ভবনের বাইরে পার্ক করে।

এ সপ্তাহে সামরিক আবাসিক এলাকার অধিবাসীদের এ সম্পর্কে নির্দেশনা দেয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, চীনের সরকার সে দেশের সেনা সদস্য, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান, স্পর্শকাতর শিল্প ও গুরুতপূর্ণ সংস্থায় টেসলা গাড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে। এই গাড়িগুলো জাতীয় নিরাপত্তা বিঘ্ন হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এমন আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও