![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fc2a8d541-8a63-41c5-bf82-b5f69c04dee8%252FBOGURA_BLIND__MAN.JPG%3Frect%3D0%252C647%252C2540%252C1334%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সরকারি চাকরির দাবিতে আমরণ অনশনে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণ
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী তিনি। দরিদ্র পরিবারের সন্তান। প্রত্যন্ত এলাকায় বাড়ি। অনেক কষ্টে ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস করেছেন। ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাস করেছেন আরও ছয় বছর আগে। বাধার পাহাড় ডিঙিয়ে পড়াশোনা করার পর সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষাও দিয়েছেন। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় সরকারি চাকরি কপালে জোটেনি তাঁর।
দীর্ঘদিন চেষ্টা করে চাকরি না পাওয়ায় ভীষণ অর্থকষ্টে দিন কাটছে তাঁর। এ পরিস্থিতিতে নিরুপায় হয়ে সরকারি চাকরির দাবিতে চার দিন ধরে বগুড়ায় আমরণ অনশন করছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই ছাত্রের নাম এস এম বাহারউদ্দিন। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষার্থী
- সরকারি চাকরি
- আমরণ অনশন