![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbenapole-stat-minister-02-20210319174511.jpg)
‘শুধু ধর্মের সাথে নয় রাজনীতির সাথেও সম্পৃক্ত হতে’
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে শুধু ধর্মের সাথে সম্পৃক্ত না হয়ে হিন্দুদের রাজনীতির সাথেও সম্পৃক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
শুক্রবার (১৯ মার্চ) যশোরের বেনাপোলে নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর পাটবাড়ি আশ্রমে নির্মাণাধীন মন্দির ও নাটমন্দির কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।