চলন্ত গাড়ির উপরে ‘পুশ আপ’, ভিডিও ভাইরাল
পুশ আপ করা যে খারাপ নয়, তা মানবেন যেকোনো স্বাস্থ্য সচেতন মানুষই। তাই বলে কি চলন্ত গাড়ির উপরে উঠে পুশ আপ? কি শুনে অবাক হলেন?অবাক হওয়ারই কথা। তেমনটাই হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। সেখানকার একজন যুবক চলন্ত গাড়ির উপরে পুশ আপ করে। আর সেই দৃশ্য একজন পুলিশ ভিডিও করে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হাইওয়েতে চলন্ত গাড়ির দরজা খুলে গাড়ির ছাদে উঠে পুশ আপ দিতে দেখা গেছে ওই যুবককে। পরে তাকে আটক করে উত্তরপ্রদেশের পুলিশ। জরিমানা করা হয় তার নামে। জরিমানা দেয়ার পরে ভবিষ্যতে এমনটা আর করবেন না বলে জানান।