![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F19%2Fnorth-korea.jpg%3Fitok%3Dz_6HvvLV%26timestamp%3D1616139488)
মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া
অর্থ পাচারের দায়ে উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে মালয়েশিয়া। তাই দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে উত্তর কোরিয়া। সংবাদমাধ্যম ডয়চে ভেলে আজ শুক্রবার এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার এক অভিযুক্ত নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া নিয়ে বিরোধ। মালয়েশিয়ার আদালতের নির্দেশ ছিল বেআইনি অর্থ পাচারের দায়ে উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, এই রায়কে ‘অবাস্তব, বানানো ও চক্রান্ত’ বলে অভিহিত করে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে উত্তর কোরিয়া।