![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkorea-1-20210319122317.jpg)
মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল উ. কোরিয়া
মালয়েশিয়ার সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি অর্থপাচারে অভিযুক্ত এক উত্তর কোরীয় নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে মালয়েশীয় আদালতের নির্দেশের প্রেক্ষিতে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।
উত্তর কোরীয় ওই নাগরিকের বিরুদ্ধে আনা অভিযোগকে ওয়াশিংটনের ‘অযৌক্তিক বানোয়াট এবং নিছক চক্রান্ত’ হিসেবে দাবি করেছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রকে ‘দেশের প্রধান শত্রু’ হিসেবেও আখ্যায়িত করেছে তারা।