রৌমারীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ৪ দিন ধরে পড়ে আছে ঘাটে
ট্রাক্টর চলাচল বন্ধের কারণে কুড়িগ্রামের রৌমারীতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১২০ মেট্রিক টন চাল চার দিন ধরে রৌমারীর নৌকাঘাটে আটকে রয়েছে। স্থানীয় লোকজন জানান, সম্প্রতি রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু বহনকারী ট্রাক্টর দুর্ঘটনায় পাঁচ শিশু মারা যায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। গত সপ্তাহে তাঁরা বালু উত্তোলন ও ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ কারণে রৌমারী উপজেলা প্রশাসন সাময়িকভাবে ট্রাক্টরচালকদের লাইসেন্স ছাড়া ট্রাক্টর না চালতে নিষেধাজ্ঞা জারি করে। এ আদেশ অমান্য করার অপরাধে গত সপ্তাহে ট্রাক্টরের দুই ড্রাইভারকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন সাজা দেন। এ কারণে ট্রাক্টর মালিক-শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ত্রিমুখী দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে ট্রাক্টরে মালামাল পরিবহন কার্যক্রম।