কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আয়ুষ্মান যে কারণে অন্য রকম

প্রথম আলো বলিউড, মুম্বাই প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ০৯:০০

বলিউডের চেনা স্রোতে গা ভাসাননি আয়ুষ্মান। তিনি বরং তৈরি করেছেন নতুন রাস্তা। নায়কসুলভ চরিত্র নয়, অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তৈরি করেছেন নিজের সিনেমাপথ। কিছু ছবি আছে, যেগুলো দেখলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, আয়ুষ্মান খুরানার নাম। বলিউডে আয়ুষ্মান খুরানা তাই হয়ে উঠেছেন একটি সিনেমাধারা।

স্পাই থ্রিলার ‘আনেক’–এর শুটিংয়ে আয়ুষ্মান এখন নয়াদিল্লিতে। ছবিটির পরিচালক অনুভব সিনহা। এই পরিচালকের সঙ্গে করা আয়ুষ্মানের প্রথম ছবি ‘আর্টিকেল ১৫’। ‘ভিকি ডোনার’, ‘দম লাগাকে হাইশা’, ‘মেরি পেয়ারি বিন্দু’, ‘বারিলি কি বরফি’, ‘শুভ মঙ্গল সাবধান’, ‘আন্ধাধুন’, ‘বাধাই হো’, ‘বালা’, ‘শুভ মঙ্গল জিয়াদা সাবধান’ আয়ুষ্মান অভিনীত ছবি। সামাজিক প্রথা আর ট্যাবু নিয়ে প্রায় প্রতিটি ছবি আলোচনা তৈরি করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও