মানুষ শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। তার সেইসব মুহূর্তগুলোকে ঘিরে রচিত হয় নানা স্মৃতি বিজড়িত গল্প। জীবনের এই গল্প কখনো হয় গভীর দুঃখবোধ, কখনো বা অনাবিল আনন্দ। উত্থান-পতনের মধ্য দিয়ে জীবন চলতে থাকে জীবনের মত করে।
জীবনের এই নানা রঙের গল্পগুলো নিয়ে রচিত আত্মজীবনীমূলক একটি বই ‘যেভাবে বেড়ে উঠি’। এটি কোন সাধারণ মানুষের জীবনী নয়। এটি সেই অসাধারণ মানুষের জীবনী, যিনি ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি যার কলমের ছোঁয়ায় কবিতায় এসেছে নতুনত্ব, সাহিত্য হয়েছে সমৃদ্ধ, সহজ-সরল, সুবোধ্য ছিল যার ভাষাশৈলী। তিনি হলেন কবি আল মাহমুদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.