West Bengal Assembly Election 2021: গোটা রাজ্যে নয়, শুধু মুর্শিদাবাদে লড়বে মিম
গোটা রাজ্যে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগেই। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে শুধুমাত্র মুর্শিদাবাদকেই 'পাখির চোখ' করছে আসাদউদ্দিন ওয়াইসির মিম। তবে সব আসনে নয়, মুর্শিদাবাদে ২২টি আসনের মধ্যে মাত্র ১৩টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। হায়দরাবাদ থেকে এমনই নির্দেশ এসেছে বলে জানিয়েছেন মিমের মুর্শিদাবাদের অবজার্ভার আসাদুল্লাহ শেখ। তিনি বলেন, 'আগামী রবিবারে প্রার্থী ঘোষণা করা হবে। তবে যে সমস্ত জায়গায় জয় নিশ্চিত, সেইসব আসনেই আমরা প্রার্থী দেবো।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.