![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fddfg-20210318220441.jpg)
কাঠমান্ডুতে ফুটবলারদের করোনা পরীক্ষা
২৪ ফুটবলার, কোচিং স্টাফ ও অন্যান্য অফিসিয়াল মিলিয়ে ৩২ জনের দল বিকেলে কাঠমান্ডু গিয়ে পৌঁছায় ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে। নেপালের যাওয়ার আগে ফুটবল দলের সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়েছে ঢাকায়। নেপাল গিয়ে করানো হয়েছে আরো একবার।
বৃহস্পতিবার বিকেলে বিমান বন্দর থেকে হোটেলে প্রবেশের পরপরই বাংলাদেশ দলের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার প্রস্তুতি চলে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দলের ৩২ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।