![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F2b3a2d74-6996-48e7-8f86-62c6c28c2607%252Fdeath.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দুই আনার কানের দুলের জন্য শিশুকে হত্যা, দুজনের স্বীকারোক্তি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই আনা সোনার কানের দুলের জন্য কাশফিয়া আক্তার নামের আট বছরের শিশুকে হত্যার দায় স্বীকার করে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসাইনের আদালতে ১৬৪ ধারায় তাঁরা এ জবানবন্দি দেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাশফিয়া উপজেলার সদর ইউনিয়নের নোয়াহাটি গ্রামের আবদুল কাদেরের মেয়ে। নোয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সে। গত মঙ্গলবার সন্ধ্যার পর সে নিখোঁজ হয়।