করোনার সঙ্গে অন্য রোগে আক্রান্তদের মৃত্যু বেশি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১৩:৫০

গত দুই মাসের ব্যবধানে আবারও দেশে করোনা সংক্রমণ বেড়েছে। আগের মতোই হাসপাতালগুলো এখন করোনা রোগীতে ভরে উঠছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন কেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয়, বরং অন্য রোগে আক্রান্তদের মৃত্যুহার বেশি। এ অবস্থায় করোনার পাশাপাশি যে সব রোগীর অন্য রোগ রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসায় বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। করোনার চিকিৎসার পাশাপাশি অন্য রোগেরও চিকিৎসা দিতে হবে। সব রোগের সমন্বিত চিকিৎসার মাধ্যমেই মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা।

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন এবং তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মারা গেছেন আট হাজার ৬০৮ জন। তাদের মধ্যে ছয় হাজার ৫০৯ জন পুরুষ ও দুই হাজার ৯৯ জন নারী মারা গেছেন। শতকরা হিসেবে পুরুষ ৭৫ দশমিক ৬২ শতাংশ আর নারী ২৪ দশমিক ৩৮ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও