বাংলাদেশে মানসম্মত স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জনগণের প্রত্যাশার একমাত্র ভরসাস্থল। ১৯৬৫ সাল থেকে ঐতিহ্যবাহী আইপিজিএমআর নামে শুধু চিকিৎসদের স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে আসছে, এই প্রতিষ্ঠানটি। আন্ডারগ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষা বাংলাদেশে এখনও বিচ্ছিন্নভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত আছে, যেখান থেকে তাদের ডিগ্রি প্রদান করা হয়। ফলে মান ও সমতা বিধানে বিরাজ করছে বৈষম্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৩০ এপ্রিল চিকিৎসক সমাজের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকার শাহবাগস্থ আইপিজিএমআরকে উন্নীত করে দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.