![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F03%252F18%252F0de73e877c7ca75e2add438e57a85da5-5e71f3d8b434c.jpg%3Frect%3D0%252C169%252C2999%252C1430%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D1300%26dpr%3D1.0)
‘মৌসুমি রোগ’ হয়ে উঠতে পারে করোনা: জাতিসংঘ
করোনাভাইরাস (কোভিড–১৯) মৌসুমি রোগ হয়ে উঠতে পারে। আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে জাতিসংঘ। তবে শুধু আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে এ মহামারি ছড়িয়ে পড়া রোধে নেওয়া পদক্ষেপ শিথিল করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বিশ্ব সংস্থা। খবর এএফপির।
করোনাভাইরাসের প্রথম সূত্রপাত চীনের হুবেই প্রদেশের উহান শহরে। এরপর ক্রমেই তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এ মহামারিতে মারা গেছে প্রায় ২৭ লাখ মানুষ। সংক্রমণ শুরুর পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এ ভাইরাসকে ঘিরে এখনো রয়ে আছে একগুচ্ছ রহস্য।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
যুগান্তর
| গাজা
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
ডেইলি স্টার
| গাজা
১০ মাস, ৩ সপ্তাহ আগে