চোরাই মাল কেনা কি বৈধ?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১০:২১
অনেককেই বলতে শোনা যায়, ‘টানা মোবাইল’, ‘টানা ঘড়ি’ কিংবা ‘টানা গাড়ি’। এমনকি এ তালিকায় রয়েছে উচ্চমূল্যের জুতাও। এ সবের মানে কী? আবার ‘টানা’ এসব জিনিসের বাজার মূল্যও কম। আসলে ‘টানা’ এসব জিনিস মানে হলো চোরাই মাল। চুরি করে নিয়ে আসা জিনিস-পত্রকে সাধারণত এ সম্বোধন করা হয়। চুরি করে নিয়ে আসা মোবাইল, ঘড়ি, গাড়ি, জুতা কিংবা যে কোনো জিনিস কেনা বা ব্যবহার করা কি বৈধ হবে? এ প্রসঙ্গে ইসলাম কি বলে?