![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/03/18/093620sunil_narine_kk.jpg)
ক্রিকেট খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন সুনীল নারাইন!
তাকে বলা হয় 'রহস্য স্পিনার'। একই ওভারে কয়েকটা ভিন্ন ভিন্ন রকম বল করে বোকা বানিয়ে দিতে পারেন ব্যাটসম্যানদের। আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুনীল নারাইন। এযাবৎ কলকাতা নাইট রাইডার্সের ইতিহাসে তিনিই যে সবথেকে সফল বোলার, তার প্রমাণ দিচ্ছে পরিসংখ্যানই। ১২০ ম্যাচে ১২৭টি উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ৮ নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। কেকেআরের হয়ে সর্বোচ্চ শিকার রয়েছে তাঁর ঝুলিতেই।