![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F6d623249-f27b-455c-9d77-61e7e0d3ce69%252Fbangladesh_bank_01.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
রিজার্ভের অর্থ ব্যবহারে সতর্ক থাকার তাগিদ
ভোগ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং আমদানি বেড়ে যাওয়ায় হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশের আমদানি খরচ। চলতি বছরের জানুয়ারিতে সব মিলিয়ে আমদানি খরচ হয়েছে ৭২৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। গত ডিসেম্বরেও আমদানি খরচ ছিল ৫৩৮ কোটি ডলার। আর ১০ মার্চে বৈদেশিক মুদ্রায় রিজার্ভ ছিল ৪ হাজার ২৯৭ কোটি ডলার। জানুয়ারির মতো আমদানি ব্যয় বাড়তে থাকলে বর্তমানে মজুত বৈদেশিক মুদ্রা দিয়ে ছয় মাসের আমদানি খরচও মেটানো যাবে না।
এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের অর্থ নিয়ে দেশে অবকাঠামো উন্নয়নের জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। তহবিলটির নাম দেওয়া হয়েছে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল (বিআইডিএফ)। আপাতত বিদ্যুৎ খাতে ও বন্দর উন্নয়নে ব্যবহৃত হবে এই তহবিলের অর্থ। তহবিলটির বার্ষিক বিনিয়োগ লক্ষ্যমাত্রা ২০০ কোটি ডলার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে