ইতিহাস গড়লেন দুই ‘অমার্কিন’ নারী

প্রথম আলো হলিউড, লস অ্যাঞ্জেলস প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৮:৩০

২০২০ সালে বিশ্ব চলচ্চিত্রের আলোচনায় দাপটের সঙ্গে জায়গা করে নেওয়া দুটো সিনেমা ‘নোম্যাডল্যান্ড’ ও ‘প্রমিজিং ইয়াং ওম্যান’। ভেনিস চলচ্চিত্র উৎসব, টরন্টো চলচ্চিত্র উৎসব মাতিয়ে গোল্ডেন গ্লোবেও সেরা সিনেমা আর সেরা পরিচালকের পুরস্কার বাগিয়ে নিয়েছে ‘নোম্যাডল্যান্ড’। বাফটার পর এবার অস্কার মনোনয়নেও এগিয়ে ‘নোম্যাডল্যান্ড’। সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ পেয়েছে ছয়–ছয়টি মনোনয়ন। ওদিকে আবার ‘প্রমিজিং ইয়াং ওম্যান’ ছবিটিও পেয়েছে পাঁচটি মনোনয়ন। এই দুই সিনেমার পরিচালকই নারী। অস্কারের ৯৩ বছরের ইতিহাসে এই প্রথম দুজন নারী সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেলেন। এই দুই পরিচালকের কেউই মার্কিন নন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও