You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্প সমর্থক রিপাবলিকানরা, টিকা নিতে আগ্রহ দেখাচ্ছেন না

সাম্প্রতিক জরিপে দেখা যায়, রিপাবলিকানরা, যারা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, তারা টিকা নিতে ইচ্ছুক ননI ৪৮% শতাংশ ট্রাম্প সমর্থক টিকা নিতে অনিচ্ছা প্রকাশ করেছেনI প্রেসিডেন্ট বাইডেন, যিনি সফল এক টিকা অভিযান পরিচালনা করছেন, তাদের এই মনোভাবে দুঃখ প্রকাশ করেনI তিনি জানান, এটা জাতীয় সঙ্কট, এটা জাতীয় এক গুরুতর সমস্যাI তিনি জানান, জনগণকে যথেষ্ট পরিমানে টিকার আওতায় আনা গেলে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারেI শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ,ড: ফাউচি বলেছেন, টিকা নেয়াতে অপারগতা খুবই দুঃখজনক, রাজনীতিকে এখানে টেনে আনাটা হবে, দেশের জন্য ক্ষতিকরI
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন