কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জরাজীর্ণ টিনশেডের ঘরে পাঠদান

বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই টিনশেড ঘরের চালার ফাঁকফোকর দিয়ে পানি এসে ভিজিয়ে দেয় শ্রেণিকক্ষের আসবাবসহ উপস্থিত শিক্ষার্থীদের। হালকা ঝোড়ো বাতাসেই দুলে ওঠে ঘরটি। বলতে গেলে, প্রকৃতির সঙ্গে লড়াই করেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হয় রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টির। সরেজমিনে জানা গেছে, মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির চার কক্ষবিশিষ্ট টিনশেডের একটিতে লাইব্রেরি এবং বাকি তিনটিতে শ্রেণিকক্ষ। কক্ষ সংকটের কারণে দুই শিফটে ছাত্রছাত্রীদের পাঠদান করা হয়। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। ২০১৩ সালের ১ জুলাই দ্বিতীয় ধাপে এ বিদ্যালয়টি জাতীয়করণের অন্তর্ভুক্ত হয়। যা ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারিতে খসড়া গেজেট প্রকাশিত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন