কওমি মাদ্রাসার পরীক্ষা শুরু আজ
ইত্তেফাক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৫:২১
আজ বৃহস্পতিবার সারা দেশে একযোগে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা। এ পরীক্ষা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।
সারা দেশে মোট ১ হাজার ১৮৬টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে গতকাল বেফাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বছর ফযিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহিফযুল কুরআন এবং ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরাআত শ্রেণিতে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪০৯ জন।