![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F1aa73fbb-07db-4b62-8e74-b4a0b518a9ec%252FMeherpur_DH0695_20210317_Meherpur_news.jpg%3Frect%3D0%252C103%252C2560%252C1344%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মুজিবনগর থেকে টুঙ্গিপাড়া বিআরটিসির এসি বাস চালু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর থেকে বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত চালু হলো বিআরটিসির এসি বাস সার্ভিস। আজ বুধবার সকাল ১০টায় মুজিবনগর কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভার্চ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
উদ্বোধনের সময় বিআরটিসির কর্মকর্তারা জানান, ১৭ থেকে ২২ মার্চ এবং ২৮ থেকে ৩১ মার্চ প্রথম ১০ দিন ভর্তুকি দিয়ে বাস চালাবে বিআরটিসি। এ সময় বাসের ভাড়া হবে ২০০ টাকা। আসা-যাওয়ার ভাড়া পড়বে ৪০০ টাকা। পরে যাত্রী চাহিদা বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে