সিরাজগঞ্জে গ্রেপ্তার এড়াতে শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যা

প্রথম আলো সিরাজগঞ্জ সদর প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ২১:৩১

সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার চরের গটিয়া গ্রামে পুলিশের হাত থেকে বাঁচতে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁর নাম জুয়েল রানা (৩৫)। তিনি মোটরসাইকেল চোর দলের প্রধান বলে জানা গেছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জুয়েল রানা সদর উপজেলার গটিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী প্রথম আলোকে জানান, জুয়েল রানার বিরুদ্ধে আটটি চুরিরসহ নয়টি মামলা রয়েছে। মূলত মামলার সূত্র ধরেই বুধবার দুপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ যমুনা নদী পার হয়ে উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের গটিয়া গ্রামে জুয়েলের বাড়িতে অভিযান চালায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও