শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে পালং বাজারের রাজগঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাচ্চু ব্যাপারীর সমর্থকদের সঙ্গে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ সরদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন ব্যক্তি আহত হন। স্থানীয় সাংসদ ইকবাল হোসেন অপুর হস্তক্ষেপে দুই পক্ষ শান্ত হয়। সংঘর্ষের সময় আতঙ্কে পালং বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। পরে সংঘর্ষের প্রতিবাদে ব্যবসায়ীরা ঝাড়ু নিয়ে মিছিল করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.