![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F13a0501a-fd26-4f8e-9e35-04e8953c5b4e%252Fbd3ca570-0fe6-45b2-a07b-9fcd5cd9e84a.jpeg%3Frect%3D0%252C64%252C1280%252C672%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এবার কারাগারের কম্বলচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
মুজিব বর্ষে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি ফুটিয়ে তোলার পর এবার কম্বল দিয়ে কারাবন্দীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানালেন। মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ বুধবার নিজেদের কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়েছেন কারাবন্দীরা। বঙ্গবন্ধুর প্রতি সশ্রদ্ধ সম্মান প্রদর্শনের জন্য এ উদ্যোগ নেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দীরা।
কেন্দ্রীয় কারাগার মাঠে ১০০ জন কারাবন্দী বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়েছেন ৭১৪টি কম্বল দিয়ে। দুদিনের পরিশ্রমের পরে ২২০ ফুট দৈর্ঘ্য ও ৩৫ হাজার ২০০ বর্গফুটের বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করেন তাঁরা। কারাগারের ইতিহাসে এবারই প্রথম এমন উদ্যোগ নেওয়া হলো।