কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেলর

প্রথম আলো নিউজিল্যান্ড প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১৭:২৭

নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন কনুইয়ের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন না, আগেই জানা গিয়েছিল। এবার দলটার আরেক ব্যাটিং–স্তম্ভ রস টেলরও চোটের কারণে চলে গেলেন দলের বাইরে। তবে নিউজিল্যান্ডের জন্য স্বস্তির সংবাদ, উইলিয়ামসনের মতো গোটা ওয়ানডে সিরিজের জন্য মাঠের বাইরে চলে যাচ্ছেন না টেলর। শুধু প্রথম ওয়ানডেটাই টেলরকে ছাড়া মাঠে নামবে কিউইরা। প্রথম ওয়ানডেতে টেলরের বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে মার্ক চ্যাপম্যানকে।

ডানেডিনে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। টেলরের অনুপস্থিতির কারণে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সামনে নিউজিল্যান্ড। ২০১৪ সালের পর এই প্রথম উইলিয়ামসন ও টেলরের কেউ নিউজিল্যান্ডের হয়ে কোনো ওয়ানডেতে মাঠে থাকবেন না। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দুজন খেলোয়াড়ের অভিষেক ঘটবে বলে জানা গেছে— ডেভন কনওয়ে ও উইল ইয়ং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও