বই মানে আলোর প্রতীক, বই মানে জ্ঞানের আধার। আর দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থীদের কাছে বইয়ের আলো পৌঁছে দিতেই দীর্ঘ প্রতীক্ষার পর ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (PDF), ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট আয়োজিত ‘বুক রেকর্ডিং চ্যালেঞ্জ ২০২০’ শীর্ষক ইভেন্ট হতে প্রাপ্ত অডিও ফাইলগুলো সব দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট গুগল ফর্মটি পূরণ করার মাধ্যমে যেকোনো দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থী বইগুলো পড়ার সুযোগ পাবেন।
গত শনিবার পিডিএফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভার্চ্যুয়াল ইভেন্ট বুক রেকর্ডিং চ্যালেঞ্জের পুরস্কার বিতরণী এবং সমাপণী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পিডিএফ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন শান্তা তাওহিদা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.