বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : বায়তুল মোকাররমে ১০০ বার কোরআন খতম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১০০ বার কোরআন খতম করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা)
উদ্যোগে বেলা ১১টায় ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে এই কোরআন খতম সম্পন্ন হয়েছে। ইফার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোরআন খতম শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।