![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F798c6b62-3e2c-43da-a60f-8422ea394eba%252FUntitled_7_.jpg%3Frect%3D0%252C61%252C850%252C446%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
পেশি-হাড়ের চিকিৎসায় বছরে ব্যয় ৫ হাজার কোটি টাকা
মাংসপেশি ও হাড়সংক্রান্ত রোগের চিকিৎসায় বেশি অর্থ ব্যয় হচ্ছে। বছরে এই খাতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে বলে সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট হিসাব প্রকাশ করেছে। সরকারি এই প্রতিষ্ঠান বলছে, পুরুষের তুলনায় নারীদের চিকিৎসা ব্যয় বেশি।