![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F38d1c00a-c81a-4149-badd-60c84a42a491%252FJR_5.jpg%3Foverlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ঢাকার মশা চুমু দেয় নাকি কামড়ায়?
প্রথম আলো
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ১০:০০
চুমু স্নেহ ও ভালোবাসার প্রতীক। কামড়ানো তেমনটা নয়। রাজধানীবাসীর মনে হতেই পারে যে এখানকার মশারা তাদের কামড়াচ্ছে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দুই সিটি করপোরেশন অনুভব করতে পেরেছে যে ঢাকার মশারা আসলে কামড়ায় না, চুমু দেয়। নইলে কি আর এভাবে বংশবৃদ্ধির যথেচ্ছ সুযোগ এখানকার মশারা পায়?
ঢাকায় এবার মশার উৎপাত বেশ। এতটাই যে নিজেদের ফেসবুকে অ্যাকাউন্ট না থাকলেও, তাদের ‘চুমু’র জোরে অতিষ্ঠ মানুষেরা মার্ক জাকারবার্গের দোকানে ভালোই প্রচার চালাচ্ছে। এবং তারা এ-ও বলছেন যে মশা চুমু নয়, কামড় দিচ্ছে। বলবে না-ই বা কেন বলুন? দিন শেষে চুমুতে মতান্তরে কামড়ে ঘায়েল হয়ে হাসপাতালে তো মানুষকেই যেতে হয়।