কাতার প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা
কাতারে কর্মরত অভিবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা। কাতারে অভিবাসীদের নতুন আকামা বা আইডি ইস্যু এবং পুরনো আকামা বা আইডি রিনিউ করতেও লাগবে স্বাস্থ্যবিমা। একই আইন মানতে হবে পর্যটক ভিসায় যারা কাতার আসবেন তাদেরও।
স্বাস্থ্যবীমা থাকলে চিকিৎসার প্রয়োজন হলে অভিবাসী ও পর্যটকরা পাবেন বিনামূল্যে চিকিৎসাসেবা। অসুস্থ অভিবাসীর চিকিৎসার ব্যয় বহন করে ইন্স্যুরেন্সে কোম্পানি। সম্প্রতি এ আইনটি কার্যকরে আলোচনা করেছে কাতারের শুরা কাউন্সিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নির্দেশনা
- অভিবাসী
- স্বাস্থ্যবীমা