![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fe8805c0c-9e40-4fab-b46e-6842a077c026%252Fcourt.png%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সিলেটে টিলা কাটার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বাঘা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। গোলাপগঞ্জের বাঘা এলাকায় টিলা কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০–এর ৪ ধারায় নানু মিয়া নামের এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৪১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।