কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পি কে সিনহার পদত্যাগ

এইসময় (ভারত) ভারত প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১৯:৪৫

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মুখ্য উপদেষ্টা (প্রিন্সিপাল অ্যাডভাইসর) পি কে সিনহা (P K Sinha) ইস্তফা দিয়েছেন, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। ১৯৭৭ সালের ব্যাচের IAS অফিসার পি কে সিনহা। অবসরপ্রাপ্ত IAS অফিসারকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল অ্যাডভাইসর হিসেবে নিয়োগ করা হয়। বিদ্যুৎ মন্ত্রকের সচিব পদেও দায়িত্ব সামলেছিলেন সিনহা।

জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন। তবে, আচমকা প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টার পদত্যাগ ঘিরে চর্চা শুরু হয়েছে। ক্যাবিনেট সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন তিনি। গত ১৮ মাস ধরে মোদীর মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বভার সামলে এসেছেন। উল্লেখ্য, পি কে সিনহাকে জায়গা দেওয়ার জন্যই ২০১৯ সালে ওই পদটি তৈরি করা হয়েছিল বলে শোনা গিয়েছিল। যতদিন প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী থাকবেন, ততদিন মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বভার সামলাবেন তিনি, পি কে সিনহার নিয়োগের বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়েছিল বলে খবর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও